ইন্দ্রানী সেনের মিউজিক অ্যালবাম প্রেস ক্লাবে মুক্তি পেল
কবি গুরুর গানে ইন্দ্রানী সেনের কণ্ঠে "তুমি রবে নীরবে" সগৌরবে মুক্তি পেল।মিউজিক অ্যালবামে দেখা যাবে ইন্দ্রাণী সেন ও দেবযানী ঘোষ । মুক্তি পেল ডিজিম্যাক্স ক্রিয়েশন এর নতুন মিউজিক ভিডিও এ্যালবাম "তুমি রবে নীরবে" l ডিজিম্যাক্স ক্রিয়েশন এর কর্ণধার চিত্র পরিচালক ও প্রযোজক অরুনিমা দে এর কথায় তাঁর নিজের প্রোডাকশন এর সাথে পথ চলা শুরু ২০১৪ সাল থেকে । নিজের প্রোডাকশন হাউজ এর তত্তবধানে মুক্তি প্রাপ্ত প্রজেক্টের এর সংখ্যাটা নেহাত কম নয় । উল্লেখ্য ২০২০ তে মুক্তি পেয়েছিল ফিচার ফিল্ম " তুমি ও তুমি " , যা দর্শকদের মনের মনি কোঠায় ঠাই পেয়ে আছে আজও । ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চ্যাটার্জী , লিলি চক্রবর্তী সহ অন্যান্যরা। সঙ্গীতে কুমার শানু সহ ছিলেন আরো অনেক গুণী শিল্পীরা । ছবি পরিচালনা থেকে শুরু করে ছবিটির সম্পূর্ণ কাজটি নিজ হাতে সেরে ছিলেন অরুনিমা দে নিজেই । এছাড়াও ডিজিমাক্স ক্রিয়েশন থেকে মুক্তি পেয়েছে বেশ কিছু উচ্চ প্রশংসিত ছোট ছবি ও মিউজিক ভিডিও এ্যালবাম । তাদের নতুন সংযোজন ' A Cup Of Cha with Arunima ' Talk show বর্তমানে...