রাইস ভিলা উৎসব ২০২৩...

শুধুমাত্র গ্রাহকদের হাতে চাল পৌঁছে দিলেই দায়িত্ব শেষ হয় না, ইন্ডাস্ট্রিজের কথাও ভাবতে হবে। পরিকল্পনা করতে হবে ভবিষ্যতের কথা ভেবেও। দেখতে হবে যে চাল মানুষের ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে তার গুনগত মান কী। তবেই এগোবে ইন্ডাস্ট্রি। ব্যবহার করতে হবে বিজ্ঞান পদ্ধতিকে। দেশের অন্যতম চাল উৎপাদন সংস্থা রাইস ভিলা-র অষ্টম কনভেনশন থেকে এই ভাবনার কথা তুলে ধরলেন সংস্থার অন্যতম কর্ণধার সুরজ আগরওয়াল। কলকাতার গুরুসদয় রোডে ইসকন ভবনে অনুষ্ঠিত হল রাইস ভিলা উৎসব। আর এই মঞ্চ থেকে চাল ইন্ডাস্ট্রির উন্নয়নের কথা তুলে ধরলেন উদ্যোগপতি সুরজবাবু। কনভেনশনে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন ইন্ডাস্ট্রির ব্যক্তিরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য আদানি উইলমার লিমিটেডের ইন্ডিয়া বিজনেস হেড রাজীব শর্মা, দেশের অন্যতম বাসমতি রফতানিকারক সংস্থার ডিরেক্টর ঋষভ জৈন, কর্ণাটকের শ্রী ট্রেডার্সের ডিরেক্টর মানব সুরানা, অরোরাজি সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। রিলায়েন্স রিটেইল, ফ্লিপকার্ট, ভি মার্ট, জিও মার্ট সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন রাইস ভিলা উৎসবে। অনুষ্ঠান ঘিরে ছিল উন্মাদনাও।

Popular posts from this blog

২৬, ঝিল রোড অ্যাসোসিয়েশন'-এর আবাসিকবৃন্দের আয়োজনে পালন হলো বিজয় সম্মিলনি....

Karnataka Tourism: A Cultural Odyssey Unveiled at IITM Hyderabad 2023

একটি ছোট কিন্তু কৌশলগত রাজ্য, মণিপুর নামক মানবিক ট্র্যাজেডির সবচেয়ে খারাপ রূপের সম্মুখীন হচ্ছে 4 মাসেরও বেশি সময়।