রোগীর যত্নে নির্ভুল এবং উন্নত চিকিৎসায় অগ্রগামী পথ হল এআই ও রোবোটিক্স

উন্নত চিকিৎসা পদ্ধতি হিসেবে মণিপাল হাসপাতাল, ওল্ড এয়ারপোর্ট রোড বেঙ্গালুরু, রোবোটিক প্রযুক্তি এবং এআই ব্যবহার করার ক্ষেত্রে একটি উদাহরণ সৃষ্টি করেছে ।
কলকাতা, 14 ডিসেম্বর 2023:  বলাই যায় রোবোটিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার আবির্ভাব  স্বাস্থ্যসেবায় বিজ্ঞানের আশীর্বাদ যা রোগী এবং শল্যচিকিৎসক উভয়কেই অন্যন্য অতুলনীয় সুবিধা প্রদান করে।
এনসিবিআই (NCBI) প্রদত্ত তথ্য অনুসারে, ভারতে রোবোটিক সার্জারির সাফল্যের হার প্রায় 94 থেকে 100 শতাংশ ।
প্রচলিত পদ্ধতির তুলনায় রোবোটিক সার্জারিতে খুব কম জটিলতার সম্মুখীন  হতে হয় ।
এই ক্রমেই মণিপাল হাসপাতাল, ওল্ড এয়ারপোর্ট রোড বেঙ্গালুরু আজ  পার্শ্ববর্তী স্কুলগুলির ছাত্রছাত্রী, আবাসন এবং সংবাদমাধ্যমের সঙ্গে একটি সামনা-সামনি আলোচনা সভার আয়োজন করেছে। 
মণিপাল হাসপাতাল ওল্ড এয়ারপোর্ট রোড বেঙ্গালুরু তিনজন বিশিষ্ট চিকিৎসক - ডাঃ লোকেশ এ ভি (পরামর্শদাতা )  অস্থিরোগ এবং রোবোটিক জয়েন্ট প্রতিস্থাপন, ডাঃ কে হেমন্ত কুমার, (পরামর্শদাতা) জিআই, এইচপিবি এবং রোবোটিক সার্জারি, এবং ডাঃ হেমন্ত জি এন (পরামর্শদাতা) ক্যানসার সার্জারি এবং রোবোটিক সার্জারি দ্বারা এই আলোচনা সভার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স কীভাবে স্বাস্থ্যসেবাকে উচ্চ কোটিতে নিয়ে যাচ্ছে তার গভীর আলোচনা করেছে। 
সম্মেলনে রোবোটিক সার্জারির উল্লেখযোগ্য অবস্থান নিয়ে আলোচনা হয়। এবং এই প্রযুক্তির সঠিক ব্যবহারে কিভাবে নির্ভুল এবং উন্নত চিকিৎসা প্রদান করা যায় তা নিয়েও বলা হয়। 
রোবোটিক্স সার্জারি নূন্যতম ব্যবচ্ছেদ (এক মিলিমিটারেরও কম) ভুলের মার্জিনের নিশ্চয়তা প্রদান করে।

ডাঃ লোকেশ এ ভি (পরামর্শদাতা) অস্থিরোগ এবং রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি বলেন, মনিপাল হাসপাতাল ওল্ড এয়ারপোর্ট রোড, বেঙ্গালুরু দেখিয়েছে কিভাবে চিরাচরিত অস্ত্রোপচারের পরিবর্তে রোবোটিক অস্ত্রোপচারে এমন এক উন্নত ফলাফল প্রদান করেছে। তিনি এও উল্লেখ করেন, “রোবোটিক সার্জারির সাফল্যের হার প্রচলিত সার্জারির থেকে শুধু ভালোই নয়, রোবোটিক সার্জারি যুগ্ম প্রতিস্থাপনের জটিল ক্ষেত্রে ভাল ও দীর্ঘমেয়াদী ফল প্রদান করে। মণিপাল হাসপাতালে ওল্ড এয়ারপোর্ট রোড, রোবোটিক সহায়কের সাহায্যে হাঁটু প্রতিস্থাপনের ক্ষেত্রে রোগীদের দ্রুত স্বাস্থ্যোদ্ধার এবং উপকৃত হওয়ার ক্ষেত্রে  99% সফলতা অর্জন করেছে । 
তিনি আরও ব্যাখ্যা করেছেন, "রোবোটিক জয়েন্ট প্রতিস্থাপনের আগে, রোগীদের যে সিটি স্ক্যান করা হয় তা রোবটের মাধ্যমেই একটি 3D কাঠামো তৈরী করে জয়েন্ট এবং আশেপাশের কাঠামোর সমস্ত অসুবিধে পুঙ্খানুপুঙ্খ ভাবে শল্যচিকিৎসক সুনির্দিষ্ট পরিমাপ করার পরই  মসৃণ এবং সফল অস্ত্রোপচার প্রক্রিয়া নিশ্চিত করেন ।"

ডাঃ কে হেমন্ত কুমার, জিআই, এইচপিবি এবং রোবোটিক
সার্জারি, মণিপাল হাসপাতাল ওল্ড এয়ারপোর্ট রোড, বেঙ্গালুরু বলেন, ল্যাপারোস্কপি সার্জারির সময় 3D ইমেজিং, 10-টাইম ম্যাগনিফিকেশন, এবং কম্পন পরিস্রাবণ ক্ষেত্রে "রোবোটিক সার্জারি উন্নত এবং সুফল প্রদানকারী পদ্ধতি । 
7 ডিগ্রি ঘোরার ক্ষমতা নিয়ে তৈরী এটি হৃদয় এবং লিভারের মতো গুরুত্বপূর্ণ অঙ্গের কাছাকাছি জটিল অস্ত্রোপচারের জন্য শ্রেষ্ঠ ।  গ্যাস্ট্রোইনটেস্টাইনাল মধ্যে জটিল অস্ত্রোপচার, ফায়ারফ্লাই টেকনিক এবং স্মার্ট ফায়ার টেকনোলজির মতো উন্নত বৈশিষ্ট্যগুলি ক্ষেত্রে এটি উচ্চ সাফল্যের হার প্রদান করে ।"

ডাঃ হেমন্থ জি এন (পরামর্শদাতা) সার্জিক্যাল অনকোলজি অ্যান্ড রোবোটিক সার্জারি, মনিপাল হাসপাতাল ওল্ড এয়ারপোর্ট রোড, বেঙ্গালুরু, রোবোটিক ক্যান্সার সার্জারির ক্ষেত্রে উন্নত ফলপ্রদানকারী রোবটিক সার্জারির ওপর জোর দিয়ে বলেন, "সাম্প্রতিক বছরগুলিতে ক্যান্সার অস্ত্রোপচারে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে, এবং আমরা একদম কাছে দাঁড়িয়ে আছি যখন রোবোটিক অস্ত্রোপচার পদ্ধতির মাধ্যমে বিপ্লব ঘটানো সম্ভব । আগে ক্যান্সারের অস্ত্রোপচারের ক্ষেত্রে নানা জটিলতার ভয় দেখা দিত যেমন বড় ধরণের ক্ষতের দাগ এবং দীর্ঘ সময়  হাসপাতালে ভর্তি থাকা । কিন্তু  এখন, ক্যানসার সার্জারিতে রোবোটিক্স পদ্ধতি ব্যবহার করে এই সমস্যাগুলি অনেক কমেছে। রোগীদের, উন্নত প্রযুক্তি ব্যবহার করে ছোট, সুনির্দিষ্ট খুব কম কাটাছেড়ার মাধ্যমে সার্জারি করা সম্ভব।"
কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতি এবং রোবোটিক সার্জারি ব্যবহারে  অস্ত্রোপচারের ক্ষেত্রে আগামী ভবিষ্যৎ এমন এক পথ দেখাবে যেখানে জটিল অস্ত্রোপচার আর কোনো চিন্তার বিষয় হিসেবেই দেখা হবে না।

Popular posts from this blog

MSME-DFO, Kolkata organized Vendor Development Programme for the MSME Sector at Indian Institute of Packaging, Kolkata

Karnataka Tourism: A Cultural Odyssey Unveiled at IITM Hyderabad 2023

একটি ছোট কিন্তু কৌশলগত রাজ্য, মণিপুর নামক মানবিক ট্র্যাজেডির সবচেয়ে খারাপ রূপের সম্মুখীন হচ্ছে 4 মাসেরও বেশি সময়।