২৬, ঝিল রোড অ্যাসোসিয়েশন'-এর আবাসিকবৃন্দের আয়োজনে পালন হলো বিজয় সম্মিলনি....
৯২ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি মধুছন্দা দেব-এর উপস্থিতিতে এলাকার প্রবীণদের নাগরিক অঞ্জনকুমার সরকার, নমিতা মজুমদার (কবি), বিনয়ভূষণ চক্রবর্তী, বিভা সরকার, পূরবী দাশগুপ্ত ও জয়ন্তী সেনগুপ্ত-কে বিশেষ ভাবে সম্মান জানালেন '২৬, ঝিল রোড অ্যাসোসিয়েশন'-এর আবাসিকবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী, মডেল তথা ২০২১-এর মিসেস ক্যালকাটা পারমিতা ব্যানার্জি ও এই অঞ্চলের আবাসিক বিশিষ্ট সংগীত শিল্পী প্রত্যয় শংকর মজুমদার।
বিজয়া সম্মিলনী উপলক্ষে পৌরপ্রতিনিধি, প্রবীণ নাগরিকদের সংবর্ধনার পাশাপাশি স্থানীয় আবাসিকদের সুস্থ সংস্কৃতিমনস্ক করে তোলার অভিলাষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছিলেন।