২৬, ঝিল রোড অ্যাসোসিয়েশন'-এর আবাসিকবৃন্দের আয়োজনে পালন হলো বিজয় সম্মিলনি....

৯২ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি মধুছন্দা দেব-এর উপস্থিতিতে এলাকার প্রবীণদের নাগরিক অঞ্জনকুমার সরকার, নমিতা মজুমদার (কবি), বিনয়ভূষণ চক্রবর্তী, বিভা সরকার, পূরবী দাশগুপ্ত ও জয়ন্তী সেনগুপ্ত-কে বিশেষ ভাবে সম্মান জানালেন '২৬, ঝিল রোড অ্যাসোসিয়েশন'-এর আবাসিকবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী, মডেল তথা ২০২১-এর মিসেস ক্যালকাটা পারমিতা ব্যানার্জি ও এই অঞ্চলের আবাসিক বিশিষ্ট সংগীত শিল্পী প্রত্যয় শংকর মজুমদার। 
বিজয়া সম্মিলনী উপলক্ষে পৌরপ্রতিনিধি, প্রবীণ নাগরিকদের সংবর্ধনার পাশাপাশি স্থানীয় আবাসিকদের সুস্থ সংস্কৃতিমনস্ক করে তোলার অভিলাষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছিলেন। 

Popular posts from this blog

Karnataka Tourism: A Cultural Odyssey Unveiled at IITM Hyderabad 2023

একটি ছোট কিন্তু কৌশলগত রাজ্য, মণিপুর নামক মানবিক ট্র্যাজেডির সবচেয়ে খারাপ রূপের সম্মুখীন হচ্ছে 4 মাসেরও বেশি সময়।