পৃথিবীতে সব থেকে প্রাণবন্ত যে সম্পর্কটির নাম হল মা। তাই মায়েদের সম্মান জানাতে ঋতুপর্ণা সেনগুপ্তের এবং তার সংস্থা ভাবনা আজ ও কাল এগিয়ে আসছে.....
আমার মা আমার দুর্গা " । মূল ভাবনাটি ভেবেছেন সাংবাদিক দেবযানী লাহা ঘোষ। তার এই সুন্দর ভাবনাটিকে আরো সুন্দর করে তোলার জন্য সেই ভাবনায় সামিল হয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং তার টিম । সাংবাদিক ও অভিনেত্রী বন্ধুত্ব অনেকদিনের। দুই মা মিলে এবার মাতৃ বন্দনার একটি অন্য রূপ নিয়ে আসছেন।
সম্প্রতি লা ফেলিসে তে এই ভাবনাটির প্রেস কনফারেন্স করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। উপস্থিত ছিলেন অভিনেত্রী চৈতী ঘোষাল।, শ্রীলা মজুমদার । শিল্পী সনাতন দিন্দা সহ আরোম অনেকে। বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের মায়েদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হবে । ছয় জন পুরুষ এবং ৬ জন মহিলাকে বেছে নেওয়া হয়েছে। এই পুরস্কার দেওয়ার জন্য মূল অনুষ্ঠানটি মঞ্চস্থ হবে ১৩ ই অক্টোবর অর্থাৎ মহালয়ার আগের দিন।
অনুষ্ঠান থেকেই ক্যান্সার সংক্রান্ত সচেতনতার বাত্রা ও দেওয়া হয়।
মূল অনুষ্ঠান এ বৃদ্ধাশ্রমের মায়েদের কেও সম্মানিত করা হবে বলে জানানো হয়েছে। ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন
" সন্তানের জীবনে নিঃশর্ত ভালোবাসার অদ্বিতীয় নাম মা । আমরা ঈশ্বরকে দেখতে পাই না কিন্তু আমাদের জননীর মাধ্যমে মাতৃ শক্তিকে উপলব্ধি করতে পারি । জীবনের সকল শক্তি এবং শক্তির প্রতীক মা মেয়েদের মধ্যে বিরাজমান। মায়েদের সম্মানিত করতে আমরা আসছি।
পাক পূজোর আমেজকে ঢাকে কাঠির মধ্যে দিয়ে মাত্বৃবন্দনার সূচনা করলেন ঋতুপর্ণার ভাবনা আজ ও কাল
Photography by : Preetam Mukerjee