পুজোর গানের মিউজিক ভিডিও রেকর্ডিং....

শারদীয় দুর্গোৎসবের আগেই শিবু সোম - এর কথায় ও সুরে পুজোর গানের মিউজিক ভিডিও মুক্তি পেতে চলেছে। গান গেয়েছেন রাজশ্রী বাগ ও দিবাকর সাহা। মিউজিক ব্যবস্থাপনায় গামলী ব্যানার্জী। 
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার , উত্তর কলকাতার শ্যামনগরের লর্ড কৃষ্ণা স্টুডিওতে এই গানের ভিডিও রেকর্ডিং হয়ে গেল। 

মূলতঃ অসমীয়া সঙ্গীত শিল্পী দিবাকর , রাজশ্রীর সঙ্গে গান গাওয়ার ইচ্ছা পূরণ হওয়ায় অত্যন্ত খুশি। সেই সঙ্গে পুজোর এই গান সকলের ভালো লাগবে বলে আশা প্রকাশ করেছেন।
বাংলা ও হিন্দি গানের জগতে ইতিমধ্যেই সাড়া ফেলে দেওয়া সঙ্গীত শিল্পী রাজশ্রী গানের কথা ও সুরের  প্রশংসা করেছেন।

Popular posts from this blog

MSME-DFO, Kolkata organized Vendor Development Programme for the MSME Sector at Indian Institute of Packaging, Kolkata

Nephrocare India celebrates its second anniversary by organizing a Walkathon – ‘A walk for your kidney’ and spread awareness for better Kidney care

Karnataka Tourism: A Cultural Odyssey Unveiled at IITM Hyderabad 2023